ময়মনসিংহে পিকআপ চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
প্রকাশিতঃ 5:52 pm | July 10, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকার আবুল হোসেনের ছেলে আনন মানিক (২৫) ও নান্দাইলের আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৬)।
শনিবার (১০ জুলাই) ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গজলপুর খিচা এলাকার আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার গৌরীপুর উপজেলার বেলতলী এলাকার একটি খামার থেকে আরিফ আহমেদ ও আরাফাত ইসলাম মোটরসাইকেলযোগে তারাকান্দার গজহরপুর মা অটো রাইস মিলে যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ-তারাকান্দা সড়কের গজহরপুর-খিচা এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি খিচা আমিরাবাদ উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছালে একটি পিকআপের ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনার পর চালক পিকআপ ভ্যানটি পালিয়ে যান।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শফিউর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করেই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। পিকআপটিকে শনাক্ত করা যায়নি।
কালের আলো/আরএস/এমএইচএস