ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

প্রকাশিতঃ 11:52 am | July 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ছয় জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অপর ১১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১২ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৪১৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯৭ জন এবং আরটি পিসিআর টেস্টে ১৬৬ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ।

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ সদরের ১৯৩ জন, নান্দাইলের ১১ জন, ঈশ্বরগঞ্জের তিন জন, গৌরীপুরে চার জন, ফুলপুরের ৯ জন, তারাকান্দার তিন জন, হালুয়াঘাটের এক জন, মুক্তাগাছার পঁচ জন, ফুলবাড়িয়ার ১০ জন, ত্রিশালের ৯ জন, ভালুকার তিন জন ও গফরগাঁওয়ের ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস