চট্টগ্রাম মেডিক্যালে জরুরি ছাড়া রোগী ভর্তি-অপারেশন বন্ধ
প্রকাশিতঃ 3:55 pm | July 12, 2021

কালের আল সংবাদদাতা:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অতি গুরুতর এবং জরুরি ছাড়া সাধারণ রোগী ভর্তি স্থগিত করা হয়েছে। এছাড়াও বন্ধ রাখা হয়েছে রুটিন অপারেশনও। চমেক হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবিরের এক দপ্তরাদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
সোমবার (১২ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
চমেক হাসপাতালের পরিচালক বলেন, হাসপাতালের করোনা ইউনিটে দিনদিন রোগীর সংখ্যা বাড়ছে। কিছুদিন আগেও যেখানে একশর কম রোগী ছিল, এখন সেখানে রোগীর সংখ্যা ২৮০ জনের ওপরে। করোনা রোগীর সংখ্যা যেহেতু দিনদিন বাড়ছে, সাধারণ রোগীদের মধ্যে অতি জরুরি ছাড়া অন্যান্য রোগী ভর্তি সীমিত করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। একইভাবে জরুরি অস্ত্রোপচার ছাড়া অন্যান্য রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত থাকবে।
তিনি বলেন, অন্য সাধারণ রোগীদের এই সময়ে হাসপাতালে অবস্থান করা অনেকটা ঝুঁকিপূর্ণ। সাধারণ ওয়ার্ডগুলোতে রোগীর চাপ কিছুটা কমাতে পারলে বিদ্যমান জনবল দিয়ে করোনা ইউনিটের চিকিৎসা সেবা আরো ভালোভাবে দেওয়া যাবে। মূলত এ কারণেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১০ জুলাই (শনিবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবীর স্বাক্ষরিত চার দফা অফিস আদেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, ক্রমবর্ধমান কোভিড-১৯ রোগীর ব্যবস্থাপনার জন্য চার দফা নির্দেশনা প্রতিপালন করার জন্য বলা হলো।
নির্দেশনাগুলো হলো- কেবলমাত্র জরুরি অপারেশন ছাড়া অন্যান্য রুটিন অপারেশন স্থগিত থাকবে। জরুরি রোগীদের ভর্তি করা হবে, তবে রুটিন ভর্তি বন্ধ থাকবে। এরইমধ্যে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যারা জরুরি নন (দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত) তাদের আপাতত প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণের জন্য ছাড়পত্র দেওয়া হবে এবং সব স্বাস্থ্য কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ডিউটিকালীন সময়ে মাস্ক পরিধান করা অত্যাবশ্যক।
কালের আলো/আরএস/এমএইচএস