সেনাবাহিনীর ত্রাণে ফিরলো প্রাণশক্তি, ত্রাণ বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 8:38 pm | July 13, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

লকডাউনে কোন কাজ নেই। আয়-রোজগারও নেই। জীবনযাত্রা থমকে গেছে একেবারেই। সংসারেও নেমেছে আঁধার। কখনো খাবার জোটে, কখনো উপোস থাকতে হয়। কেউ কেউ আবার ধারদেনা করে এক বা দু’বেলা করে খাচ্ছেন। পুরোপুরি দিগভ্রান্ত এক জীবন।

আরও পড়ুন: কেমন টহল দিচ্ছে সেনাবাহিনী, খুলনায় মাঠের তৎপরতা দেখলেন সেনাপ্রধান

কিন্তু ভাগ্যবিড়ম্বিত এসব গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষ আবারও নির্ভরতার প্রতীক হিসেবেই তাদের পাশে পেয়েছে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে। যেকোন দুর্যোগে-দুর্বিপাকের মতোই করোনার বিপর্যস্ত সময়েও সারা দেশের মতোন শিল্প নগরী খুলনার নিরন্ন ও বিপন্ন মানুষের মলিন মুখেও হাসি ফুটিয়েছে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা কার্যক্রম।

নিজের এবং পরিবারের সদস্যদের মুখে অন্ন জুটানোর খাবারে স্বাভাবিকভাবেই যেন অফুরন্ত এক প্রাণশক্তিও ফিরে পেয়েছেন তাঁরা। সঙ্কটময় সময়ে এমন মানবিক সহায়তায় অনেকেই আবার পেয়েছেন দ্বিগুণ খুশির বারতা।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে প্রায় তিন হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে একটি করে খাবারের বাক্স তুলে দিয়েছেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এদিন সকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই ত্রাণ বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেছেন।

আমাদের খুলনা সংবাদদাতা জানিয়েছেন, ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিতরণ করা খাবারের প্রতিটি বাক্সে ছিল ৫ কেজি চাল, ডাল, আটা ও আলু ৩ কেজি করে, চিনি ও তেল ২ কেজি করে এবং ১ কেজি লবণ।

নিজেদের রেশনের জন্য বরাদ্দকৃত টাকা থেকে গরিব ও অসহায় মানুষের জন্য সেনা সদস্যদের এই উপহার হাসির দোল খেলেছে খুলনার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মুখে মুখে।

এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর সদস্যরা খুলনা ও ঢাকা বিভাগের ১১টি জেলায় সাধারণ জনগণের মাঝে কোভিড প্রটোকল নিশ্চিতকল্পে নিয়মিত টহল ও লকডাউন সম্পর্কিত নির্দেশনা যখাযথভাবে প্রয়োগে অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ইতোমধ্যে ৫৫ পদাতিক ডিভিশন পাঁচটি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে ১ হাজার ৩৪৩ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে। সামনের দিনগুলোতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

কালের আলো/জিকেএম/এমএএএমকে